দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে রাজনৈতিক দল বা প্রার্থীর অনিয়ম অনুসন্ধানে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার পরিপত্র-৫ জারির মাধ্যমে অনুসন্ধান কমিটিকে এ নির্দেশনা দিয়েছে ইসি।
পরিপত্রে বলা হয়েছে, ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়াদি অনুসন্ধান করে তিন দিনের মধ্যে তা প্রতিবেদন আকারে কমিশনে দাখিল করতে হবে। তাছাড়া একই সময়ের মধ্যে অনিয়ম বিষয়ে কমিশনের করণীয় নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব বা সুপারিশও ইসিতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ বলতে নির্বাচনী এলাকার ভোটগ্রহণ কেন্দ্র, ভোটার তালিকা, ভোটের সরঞ্জাম, ভোটগ্রহণ প্রক্রিয়া, প্রচারণা ইত্যাদি বিষয়ে যেকোনো ধরনের অনিয়মকে বোঝায়।
ইসির এই নির্দেশনাকে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

