শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
২৩ নভেম্বর দুপুরে আজগর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন। সেই থেকে তিনি ঢামেক হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।
কারারক্ষী হিমেল জানান, মৃতের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ওই এলাকার কারাগারে বন্দী ছিলেন। অসুস্থতার কারণে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাবার নাম মৃত নবী রাসুল মিয়া।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

