যশোর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে জেলা পরিষদ সদস্যের পদত্যাগ

আরো পড়ুন

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় জেলা পরিষদের সদস্য আজিজুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার (২২ নভেম্বর) তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

আজিজুল ইসলাম জেলা পরিষদের ৮ নম্বর (কেশবপুর) ওয়ার্ডে সদস্য ছিলেন। তিনি এর আগে ১৮ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন।

আজিজুল ইসলাম বলেন, “সংসদ নির্বাচন করবো বলে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরইমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছি। আজ মনোনয়ন বোর্ডের সভা। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।”

আজিজুল ইসলাম ছাড়াও কেশবপুর আসন থেকে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর রফিক, এস এম এবাদত সিদ্দিক বিপুল, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেক, আওয়ামী লীগ নেতা হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাস ও প্রশান্ত বিশ্বাস।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ