রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

আরো পড়ুন

রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন এয়ারপোর্ট থানার পুলিশ সদস্য কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার। তারা উভয়েই মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেন বলেন, বায়া বাজার সংলগ্ন মাছের আড়তের পাশে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কনস্টেবল জাহিদুল ও শামীম হায়দার আহত হন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, একই রাতে নগরীর শাহ মখদুম থানার সিটি হাটের পাশে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ

পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশের উচ্চপর্যায় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বা অপরাধমূলক কোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ