যশোরের কেশবপুরে ১২দিন বয়সী যমজ শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। বুধবার (২২নভেম্বর) সকালে পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদের পাশ্ববর্তী একটি ডোবা শিশু দুইটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুদের মা সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছে ওই নারী। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মা নিজে হাতে যমজ সন্তানদের বাড়ির পেছনের ডোবাই ফেলে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেশীরা জানান, পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন (৩৫) ও জামাতা আবু বক্কর তাঁর বাড়িতে বসবাস করেন। গত ১০ নভেম্বর সুলতানা যমজ সন্তান প্রসব করেন। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। তবে পারিবারিক ভাবে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে বুধবার রাতে ওই বাড়ির পেছনের একটি ডোবায় ফেলে শিশু দুটিকে হত্যা করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের মা সুলতানা খাতুন হত্যার ঘটনা স্বীকার করেছেন।

