খবর পেয়ে পুলিশ বাসটি আটক করে চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়। তারা পালিয়ে যায়।
ঘটনার পর ডুমুরিয়া থানায় চালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করা হয়।
র্যাব-৬-এর একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাসের চালক মো. সাগর শেখ ঢাকা থেকে যশোর পালবাড়ি হয়ে খুলনা যাওয়ার পথে রয়েছেন।
১৮ নভেম্বর গভীর রাতে পালবাড়ি মোড়ে চেকপোস্ট বসিয়ে সাগর শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

