খুলনায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের মামলার আসামি গ্রেফতার

আরো পড়ুন

খুলনা জেলার ডুমুরিয়ায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য জেলা গোয়েন্দা শাখার সদস্যরা টহল দিচ্ছিলেন। রাতে ডিউটি শেষে তারা মোটরসাইকেলে করে খুলনা ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে কনস্টেবল শাহ আলম নিহত হন এবং চালক জুয়েল গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ বাসটি আটক করে চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়। তারা পালিয়ে যায়।

ঘটনার পর ডুমুরিয়া থানায় চালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করা হয়।

র‍্যাব-৬-এর একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাসের চালক মো. সাগর শেখ ঢাকা থেকে যশোর পালবাড়ি হয়ে খুলনা যাওয়ার পথে রয়েছেন।

১৮ নভেম্বর গভীর রাতে পালবাড়ি মোড়ে চেকপোস্ট বসিয়ে সাগর শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ