খুলনায় আগামীকাল ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে একদিনের জন্য ১০ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এসব ট্রেন নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনায় আসবে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে ১০ জোড়া নতুন ট্রেন বিভিন্ন জেলা থেকে খুলনায় এসে পৌঁছাবে। শুধুমাত্র আজ ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনগুলো চলাচল করবে।
ট্রেনগুলোর সূচি হলো:
- কুষ্টিয়া থেকে সকাল ৯টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১৫ মিনিটে।
- আলমডাঙ্গা থেকে সকাল ৯টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১১টা ৫৫ মিনিটে।
- চুয়াডাঙ্গা থেকে সকাল ৯টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১১টা ৪০ মিনিটে।
- কোটচাঁদপুর থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১১টায়।
- মোবারকগঞ্জ থেকে সকাল ৯টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১০টা ৪০ মিনিটে।
- বেনাপোল থেকে সকাল ৭টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
এছাড়া যশোর ও নওয়াপাড়া স্পেশাল ট্রেন দুটি করে ট্রিপ দিবে।
-
যশোর থেকে সকাল ৮টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে সকাল ৯টায়।
-
যশোর থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ৫ মিনিটে।
-
নওয়াপাড়া থেকে সকাল ৯টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
-
নওয়াপাড়া থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ২৫ মিনিটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনগুলোতে যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

