বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন রোববার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রোববার এক বার্তায় বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে এর আগে তিন দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। এসব অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।
রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা টহল দিয়েছেন। তারা সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। এছাড়াও, ঢাকা ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিজিবি তা মোকাবেলা করবে।

