যশোরে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ২ আসামী গ্রেফতার

আরো পড়ুন

যশোর শহরের চুড়িপট্টি এলাকায় গত ৯ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে রাজিম (১৭) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- মো. পায়েল (১৯) ও মো. শিমুল গাজী (২৫)। তারা দুজনই যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার হোসেন জানান, গত ৯ নভেম্বর রাতে যশোর শহরের চুড়িপট্টি এলাকায় রাজিমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে র‌্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়।

পরে গত ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারান্দি মোল্লাপাড়া এলাকা থেকে মো. পায়েলকে এবং ডোপ পট্টি চিত্রার মোড় এলাকা থেকে মো. শিমুল গাজীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজিম ও গ্রেফতারকৃতরা একই কলেজে পড়াশোনা করত। গত এক মাস আগে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীতে পড়ুয়া মো. ইয়ামিনকে রাজিম সহ তার অন্যান্য বন্ধুরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনার পর থেকে তারা রাজিম ও তার বন্ধুদের প্রতি ক্ষিপ্ত ছিল।

গত ৯ নভেম্বর রাতে রাজিম তার কর্মস্থলে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা তাকে চুড়িপট্টি এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাদের ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ