গতকাল ৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা অনুমান ৮টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হাজী আব্দুল করিম রোড, চুড়িপট্টিস্থ মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর সামনে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ রায়হান, মোঃ পায়েল, মোঃ ইয়ামিন, শিমুল, মোঃ রায়েব সিদ্দিকসহ অজ্ঞাতনামা ২/৩ জন মোঃ রাজীমকে উপর্যপুরি ছুরিকাঘাত ও এলোপাথাড়ী কিল-ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামী মোঃ রায়হানকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা থেকে এবং আসামী মোঃ রায়েব সিদ্দিককে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করে।
পুলিশ আসামীদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা চাকুসহ অন্যান্য আলামত উদ্ধার করে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা নং-৩১, তারিখ-১০/১১/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি সদর পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মো এমরানুর কবীর তদন্ত করছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আসামি রায়হানের সাথে কিছু দিন আগে ভিকটিমের মারামারি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যা।
অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে।

