ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অবরোধে গাড়িতে আগুন, পেট্রল বোমা নিক্ষেপ ও নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ সোমবার পেট্রল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা জানান।
তিনি বলেন, অবরোধের সময় গাড়িতে আগুন দেওয়া, পেট্রল বোমা নিক্ষেপ করা এবং সহিংসতা-নাশকতা করা একটি জঘন্য অপরাধ। এসব অপরাধীদের ধরিয়ে দিতে ডিএমপি আন্তরিক।
ডিএমপি কমিশনার জানান, ইতোমধ্যেই অবরোধের সময় নাশকতাকারীদের অনেককে ধরে ফেলা হয়েছে। এদের মধ্যে অনেককে স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে।
পুরস্কারের পরিমাণ ২০ হাজার টাকা।
সভায় পেট্রল পাম্প মালিক সমিতির নেতারা ডিএমপি কমিশনারের কাছে অবরোধের সময় তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ডিএমপি কমিশনার তাদের আশ্বস্ত করে বলেন, অবরোধের সময় পেট্রল পাম্প মালিকদের নিরাপত্তার জন্য ডিএমপি সব ধরনের ব্যবস্থা নেবে।
এছাড়াও, সভায় অবরোধের সময় নিরাপত্তা রক্ষায় পেট্রল পাম্পগুলোতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে আলোচনা হয়।

