সুদানের বাজারে কামানের গোলা বর্ষণে ২০ জনের বেশি নিহত

আরো পড়ুন

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠের একটি বাজারে কামানের গোলার আঘাতে ২০ জনেরও বেশি নিহত হয়েছে। গণতন্ত্রপন্থী আইনজীবিদের নিয়ে গঠিত কমিটির এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর নেতৃত্ব তার সাবেক ডেপুটি মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে লড়াই শুরু হওয়ার পর এটি ছিল সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ।

গণতন্ত্র আইনজীবী কমিটির এক বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে প্রচন্ড গুলি বিনিময়কালে ওমদুরমানের বাজারে এসব গোলা আঘাত হানে।
এএফপি’কে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সেখানে কামানের গোলার আঘাতে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং আরো অনেকে আহত হয়।
ওমদুরমানে বারবার দুই পক্ষের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

এদিকে শনিবার হাসপাতাল সূত্র জানায়, খার্তুমের বিভিন্ন বাড়িতে শেলের আঘাতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ