মরহুম চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ৮নং ওয়ার্ডের ভাতুড়িয়া

আরো পড়ুন

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মরহুম চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী হয়েছে। গতকাল শনিবার বিকেলে রুদ্রপুর ফুটবল খেলার মাঠে ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় ৮নং ভাতুড়িয়া ওয়ার্ড ৪-৩ গোলে ৪নং মাহিদিয়া ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ১০নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা। খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে স্কুল মাঠে ভিড় জমান সহস্রাধিক গ্রামবাসী। বল দিয়ে এক দল অপর দলকে একের পর এক আক্রমণে উল্লাসে মেতে ওঠে দর্শকরা। নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে জয়লাভ করে ৮নং ভাতুড়িয়া ওয়ার্ড। বিজয়ীরা পুরস্কার হিসেবে পান একটি ৩৯ ইঞ্চি এলইডি টেলিভিশন। এবং রানার্স আপরা পান একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এছাড়াও খেলায় পরিচালনাকারী ও অনান্য অতিথিদের স্বারক পুরস্কার দেওয়া হয়।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, চাঁচড়া ফাঁড়ির ইনচার্য তারিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দিন বিশ্বাস, ভাতুড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ শোচিন্দ্র নাথ গায়েন, মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিনুর, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, সহিদুল ইসলাম, আনারুল মোল্যা আনু, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, আলতাপ হোসেন, বিল্লাল হোসেন, সফিয়ার রহমান, রশিদ আহম্মেদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য ইসমোতারা খাতুন, নাজমা খাতুন, নাজমা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ