ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনসমুদ্র

আরো পড়ুন

ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) বিকেলে ৩টা ৪৬ মিনিটে তিনি সমাবেশস্থলে আসেন।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। পরে মেট্রোরেলে চড়ে তিনি আরামবাগের সমাবেশে আসেন।

সমাবেশস্থলে নেতাকর্মী ও জনতার উপস্থিতিতে কাকরাইল থেকে মতিঝিল, আরামবাগ থেকে কমলাপুর লোকে লোকারণ্য হয়ে ওঠে। এ জনউপস্থিতি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের রূপ নেয়।

বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন। এসব মিছিল, সমাবেশ ও স্লোগানে গুরুত্ব পাচ্ছে আগামী নির্বাচন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল চালু হলে ঢাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি ঢাকাকে আরও উন্নত ও আধুনিক করে তুলবে।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগ সরকার ঢাকাবাসীর জন্য সবসময় কাজ করে যাচ্ছি। আমরা ঢাকাকে একটি সুন্দর ও বাসযোগ্য শহরে পরিণত করতে চাই।

সমাবেশটিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ