র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগানে শনিবার সকালে যশোর কালেক্টারেট চত্বর থেকে র্যালি বের হয়ে জিলা স্কুল প্রাঙ্গণে এসে শেষ। এরপর জিলা স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। জেলা সমবায় ইউনিয়নর সভাপতি মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা মৎস্য জীবিলীগের সভাপতি আবু তহা, স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার এস এম মনজুরুল হক।

