আবু সাঈদ শান্ত, বেনাপোল প্রতিনিধিঃ
৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ শার্শা উপজেলা শাখা।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।
আশরাফুল আলম লিটন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩রা নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনীদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন, তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি। আজকের এই দিনে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আলোচনা পরিচালনা করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইলিয়াস আজম।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আহসান উল্লাহ মাষ্টার, দপ্তর সম্পাদক অজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কুরবান আলী, ০৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, ০৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের আলতাব হোসেন সহ উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা।
এসময় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

