যশোরে খ্রিস্ট ধর্মের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের কারবালা মোড়ে অবস্তিত খ্রিস্টান কবরস্থানে এ দিবস পালন করা হয়।
সারা বিশ্বের খ্রিস্টানেরা এদিন মৃত স্বজনের কবরে ফুল, মোমবাতি,ধুপ দিয়ে শ্রদ্ধা ও মৃতদের আত্মার শান্তি কামনায় আশীর্বাদ করেন।
শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টান কবরস্থানে সমাহিত স্বজনদের কবরস্থানে সমবেত হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু খ্রিস্টধর্মের অনুসারীরা এ কবর আশীর্বাদ দিবস পালন করেছে।
এ বিশেষ প্রার্থনা পরিচালনা করেন যশোর ক্যাথলিক চার্চের পালক প্রহিত ফাদার নিকোলাস মন্ডল। এ সময় তিনি বলেন, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা প্রার্থনা এবং যারা জীবিত আছে তাদের মঙ্গল কামনায় বিশেষ এ দিনটি পালন করা হয়।
প্রার্থনায় আসা অঞ্জেলা গমেজ বলেন, যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনায় আমরা সকলে এ কবরস্থানে সম্মিলিত হয়েছি। এ প্রার্থনায় নামাজ, গানের মাধ্যমে ইশ্বরের কাছে সকলের ক্ষমার আবেদন জানানো হয়েছে যেনে সকল আত্মাকে তিনি আপন মনে করে ক্ষমা করে দেন।
আগস্টিনা সরকার জানান, আমাদের কাছের মানুষ যারা মারা গেছে বিশেষ এ দিনে ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনায় প্রার্থনা করি। তারা যেন শান্তিতে থাকে।
মমো সরকার জানায়, প্রতিবছর এ দিনে তারা তাদের পরিবারের যে সকল মানুষ মারাগেছে তাদের আত্মার স্মরণে এ দিবস পালন করেন।

