বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ, যশোরের চিকিৎসকদের অভিনন্দন

আরো পড়ুন

বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ—পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যশোর জেলা স্বাস্থ্য বিভাগসহ চিকিৎসকদের সংগঠন বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ইন্টার্ন চিকিৎসক পরিষদ এবং যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগ। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়েছে, বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ—পূর্ব এশিয়া অঞ্চলের ৭৬তম আঞ্চলিক সম্মেলন ও নির্বাচনে রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মনোয়নপ্রাপ্ত প্রার্থী বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ।

ভারতের দিল্লিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের এ সম্মেলনে সায়মা ওয়াজেদ তার লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন। উল্লেখ্য জনস্বাস্থ্য, নারী উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, পরিবেশ এবং অটিজম নিয়ে তার কাজসমূহ সারাবিশ্বে সমাদৃত।

বাংলাদেশের পক্ষে এই অসামান্য অর্জনে সায়মা ওয়াজেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এএইচএম আহসান হাবিব, সিভিল সার্জন ডাক্তার বিপ্লক কান্তি বিশ্বাস, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদসহ জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা।

একই সাথে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, চিকিৎসকদের সংগঠন বিএমএ’র সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাশার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাক্তার মোহাম্মাদ গোলাম মোতুর্জা, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার সরদার রাব্বি হাসান ও সাধারণ সম্পাদক ডাক্তার বিশ্বজিৎ সরকার এবং যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ