বাজার স্থিতিশীল করতে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি

আরো পড়ুন

সরকার গত দুই দিনে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে কাঁচাবাজারে আলুর দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ৭৭টি আবেদনের বিপরীতে এ অনুমতি দিয়েছে।

সোমবার (১ নভেম্বর) আলু আমদানির অনুমতির দেওয়া শুরুর পর বুধবার পর্যন্ত ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, ১৪ সেপ্টেম্বর কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি নির্ধারণ করে সরকার।

তবে সরকার নির্ধারিত দামে কাঁচাবাজারে আলু বিক্রি হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে আলুর বাজার স্থিতিশীল করতে জেলা প্রশাসকদের নির্দেশ জারি করেছে সরকার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ