নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোর মাধ্যমে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) আন্তমন্ত্রণালয় বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী ভোটাররা দেশের ভোটের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই এবার তাদেরকে ভোটদানে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাহাংগীর আলম জানান, গণপ্রতিনিধিত্ব অ্যাক্টের ২৭ দফায় প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এ বিধান অনুযায়ী, প্রবাসী ভোটাররা নির্বাচনের তফসিল প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে।
রিটার্নিং অফিসার ভোটারের আবেদন প্রাপ্তির পর তাকে পোস্টাল ব্যালট এবং একটি খাম পাঠাবেন। ভোটার নির্ধারিত পদ্ধতিতে তার ভোট রেকর্ড করে ব্যালট পেপারটি খামে ভরে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠাতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশে বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা দুই কোটির মতো। এর মধ্যে অনেকেই ভোটার তালিকাভুক্ত। এবার তাদেরকে ভোটদানে উৎসাহিত করতে ইসি বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে।

