বাংলাদেশের ইনিংস শুরুতেই বিপর্যয়ে পড়ে। প্রথম দুই ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে তানজিদ হাসান তামিম (০) ও নাজমুল হোসেন শান্ত (৪) আউট হন। ৬ষ্ঠ ওভারে মুশফিকুর রহিম (৫) আউট হন।
চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ (৫৬) ও লিটন দাস (৪৬) ৭৯ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু লিটন দাস ৬৪ বলে ৬ বাউন্ডারিতে ৪৬ রান করে আউট হয়ে যান।
মাহমুদউল্লাহ রিয়াদ ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে আউট হন। তাওহিদ হৃদয় ৩ বলে ৭ রান করে আউট হন।
অধিনায়ক সাকিব আল হাসান ৬৪ বলে ৪ বাউন্ডারিতে ৪৩ রান করে আউট হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯১ রান। মেহেদী হাসান মিরাজ ১৮ আর তাসকিন আহমেদ ৫ রানে অপরাজিত আছেন।
সাকিবের ফিফটির সুযোগ নষ্ট
অধিনায়ক সাকিব আল হাসান ফিফটির সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ৬৪ বলে ৪ বাউন্ডারিতে ৪৩ রান করে আউট হন তিনি।
সাকিব ৪৩ রান করে আউট হওয়ার আগে ৪১ রান পর্যন্ত অপরাজিত ছিলেন। এই সময়ে তিনি ৪টি বাউন্ডারি হাঁকান। কিন্তু ৪৪তম ওভারে হারিস রউফের শর্ট বলে পুল খেলতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দেন সাকিব।

