ফাতেমা খাতুন নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে। ফাতেমা ওই গ্রামের মহব্বাত আলী মন্ডলের কন্যা। সে স্থানীয় পানামী প্রাইমারি স্কুলের ছাত্রী।
এ বিষয়ে হরিশংকরপুর পুলিশ ফাড়ির এসআই শরিফুল ইসলাম জানান, সোমবার গোয়ালপাড়া বাজারে মন্ডল গ্রুপের ছেলেদের সঙ্গে বিশ্বাস গ্রুপের ছেলেদের তর্কবিতর্ক হয়। এ সময় মন্ডল বাড়ির ছেলেরা বিশ্বাস বাড়ির একটি ছেলেকে ঘুষি মারে। এ ঘটনার জের ধরে ওই শিশুটিকে মারধর করা হয়।
এ ঘটনায় আহত কিশোরীর পিতা মহব্বাত আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

