রাজনৈতিক সহিংসতা থেকে ট্রেন চালকদের রক্ষায় হেলমেট নির্দেশনা

আরো পড়ুন

বর্তমান রাজনৈতিক সহিংসতার পরিস্থিতিতে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট পরে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে গতকাল রবিবার জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, “রাজনৈতিক অস্থিরতার কারণে সকল ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো।”

নোটিশটি লোকোমাস্টার নোটিশ বুকের মাধ্যমে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের অবহিত করার জন্য বলা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন চালক আহত হয়েছেন। এছাড়াও ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা থেকে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতেই হেলমেট পরে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ