পুলিশ জানায়, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশের প্রস্তুতি চলাকালে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হন। এছাড়া সাংবাদিক, পুলিশ সদস্যসহ অনেকে আহত হন।
পুল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
মামলায় কাকে বা কতজনকে আসামি করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রদলের এক নেতা ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এর প্রমাণ রয়েছে।
মামলার বিবরণ
মামলার অভিযোগে বলা হয়, শনিবার বিএনপির নেতা-কর্মীরা কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় আরও বলা হয়, ওই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
পুলিশের বক্তব্য
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি। মামলাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিএনপির বক্তব্য
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের গুলিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা ঘটনাটি তদন্তের দাবি জানাচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রদলের এক নেতা ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এর প্রমাণ রয়েছে। আমরা এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেব।

