হেলিকপ্টার থেকে ছড়ানো হলো ১০ লাখ ডলার

আরো পড়ুন

চেক প্রজাতন্ত্রের ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বারতোশেক হেলিকপ্টার থেকে ১০ লাখ ডলার ছড়িয়ে দিয়েছেন। এটিকে ‘ডলারের বৃষ্টি’ বলে অভিহিত করা হচ্ছে।

কামিল বারতোশেকের ছদ্মনাম কাজমা। তিনি সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে একটি মাঠে হেলিকপ্টার থেকে ১০ লাখ ডলার ছড়িয়ে দেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কাজমা জানান, তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজ ছিল তার চলচ্চিত্র ‘ওয়ানম্যানশো: দ্য মুভি’তে দেখানো কোডটির অর্থ খুঁজে বের করা। ১০ লাখ ডলার পেতে প্রতিযোগীকে সেই কোড উন্মোচন করতে হবে। কিন্তু কেউই এর সমাধান করতে পারেননি।

এরপর কাজমা হেলিকপ্টার থেকে ডলার ছড়ানোর পরিকল্পনা করেন। তিনি চিন্তা করেন, এর মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার মাঝে অর্থ বিলিয়ে দেবেন।

কাজমা জানান, তিনি প্রতিযোগীদের কাছে ই–মেইল করেছিলেন। ই–মেইলে এনক্রিপ্টেড করা তথ্যে বলা ছিল কোথায় তিনি ডলারগুলো ফেলবেন। নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় হেলিকপ্টার থেকে ডলারগুলো ফেলেন তিনি।

আকাশ থেকে যখন ডলারের বৃষ্টি ঝরছিল, তখন অনেক মানুষ মাঠে জড়ো হয়েছিলেন। এক ঘণ্টার কম সময়ের মধ্যে তারা প্লাস্টিকের ব্যাগে সব ব্যাংক নোট সংগ্রহ করেছিলেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লোকজন ব্যাগ নিয়ে একটি মাঠের মধ্যে দৌড়াচ্ছেন এবং যতটা সম্ভব বেশি ডলার ভরার চেষ্টা করছেন। অনেকে সহজে অর্থ বহনের জন্য ছাতাও ব্যবহার করেছেন।

কাজমা জানান, চার হাজার মানুষ ওই অর্থগুলো সংগ্রহ করেছেন।

হেলিকপ্টার থেকে ডলার ছড়ানোর উদ্দেশ্য

কাজমা জানান, তিনি এই উদ্যোগের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে চেয়েছেন। তিনি বলেন, “আমি চেয়েছিলাম মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য। আমি জানি যে তারা এই অর্থগুলো দিয়ে অনেক কিছু করতে পারবে।”

কাজমার এই উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ