বেনাপোল বন্দরে রাসায়নিক বর্জ্য অপসারণে দাবি

আরো পড়ুন

বেনাপোল বন্দরে গত কয়েক বছরের অগ্নিকাণ্ডে সৃষ্ট বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্য অপসারণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এসব বর্জ্য বন্দরের জায়গাসংকট সৃষ্টি করছে। পাশাপাশি বন্দর ব্যবহারকারী ও আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে গত ১০ বছরে সাতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে সৃষ্ট রাসায়নিক বর্জ্য বন্দরের অভ্যন্তরে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।

বৃষ্টি হলে এসব বর্জ্যগলিত পানি জনবসতি এলাকায় প্রবেশ করে পুকুরের পানি দূষিত করছে। রাসায়নিকের ধুলা বাতাসে মিশে যাচ্ছে।

বন্দর ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দারা জানান, এসব বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন সময় কর্তৃপক্ষকে জানানো হলেও নানা অজুহাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বন্দর কর্তৃপক্ষের দাবি, আইনগত জটিলতার কারণে বর্জ্য অপসারণে দেরি হচ্ছে।

তবে তারা দ্রুত বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।

বন্দরের জায়গাসংকট দূরীকরণ এবং বন্দর ব্যবহারকারী ও আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধে দ্রুত বর্জ্য অপসারণ করা জরুরি।

এ জন্য বন্দর কর্তৃপক্ষকে আইনগত জটিলতা নিরসন করে বর্জ্য অপসারণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ