স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি যদি ২৮ অক্টোবর ঢাকা অচল করে তোলার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালন করার অধিকার আছে। তবে বিএনপি যদি ঢাকা অচল করে তোলার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা নেই। তাই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এদিকে, বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ অক্টোবর ঢাকায় বিশাল সমাবেশ হবে। এতে লাখ লাখ মানুষ অংশ নেবে।

