আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের

আরো পড়ুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তিনি রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। আগামী নভেম্বরের মাঝামাঝি বা তার আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আইন পরিবর্তন করার সময় নেই। নির্বাচনের পর নতুন সরকার এসব দাবি বিবেচনা করবে।

নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, ভুলত্রুটি হতে পারে। তবে তিনি দুর্নীতি কমাতে চেষ্টা করেছেন। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ