বিএনপি মহাসমাবেশ নাশকতার আশঙ্কা নেই, তবে বহিরাগতদের নিয়ন্ত্রণে চেকপোস্ট : ডিবি

আরো পড়ুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই।

তবে বহিরাগত কেউ যেন রাজধানীতে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই। কারণ, বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো। আগে দেখা যেত ঢাকায় একটা দল মিটিং-মিছিল কিংবা সমাবেশ করলে অন্যরা করতে পারত না। বিরোধী দলকে সুযোগ দেওয়া হতো না।

কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। একই দিনে ২/৩টা দল বড় বড় সমাবেশ করছে।

চেকপোস্টের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে হারুন বলেন, ঢাকা শহরে অনেকগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, এছাড়াও অনেকগুলো উন্নয়নমূলক কাজ চলছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ।

এই শহরে অনেক বহিরাগত আসে। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এর জন্য চেকপোস্ট।

তিনি বলেন, চেকপোস্টে শুধুমাত্র সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। বিরোধী দলের নেতাকর্মীদের কোনো ধরণের হয়রানি করা হচ্ছে না।

বিএনপির মহাসমাবেশকে ঘিরে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হারুন বলেন, মহাসমাবেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমাবেশস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

তিনি বলেন, মহাসমাবেশের জন্য ডিএমপির পাশাপাশি র‌্যাব, আনসার, পুলিশের অন্যান্য ইউনিট ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ