চাঁদা না দেয়ায় ব্যবসায়ী খুন

আরো পড়ুন

রাজধানীর মিরপুরে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ওঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর-১-এর ডি ব্লকে নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ওমর ফারুক (৫০) মিরপুরের টায়ার ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় কিশোর গ্যাংয়ের একদল সদস্য ওমর ফারুকের কাছে নিয়মিত চাঁদা দাবি করছিল। এদিনও তারা ওমর ফারুককে চাঁদা দিতে বলে। কিন্তু তিনি চাঁদা দিতে রাজি না হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা চালায়।

ওমর ফারুকের মাথায় ইট-পাটকেল নিক্ষেপ করে কিশোর গ্যাং সদস্যরা তাকে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ জানায়, তারা এখনও কোনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা

চাঁদা না দেয়ায় ব্যবসায়ী ওমর ফারুককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “এটা একটি বর্বরোচিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (বিজিবিসিআই) সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “এটা একটি ভয়ঙ্কর ঘটনা। আমরা আশা করি, পুলিশ দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করবে।”

বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিকেবিসিআই) সভাপতি মো. আনোয়ারুল হক চৌধুরী বলেন, “এটা একটি দুঃখজনক ঘটনা। আমরা আশা করি, সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে।”

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ