সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে যশোর সদর উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যশোরে সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে শহরের টাউনহল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, যশোর সদর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস। অনুষ্ঠানে উপকার ভোগীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনোভাব ব্যক্ত করেন।

