ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ শোকের দিন

আরো পড়ুন

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আজ শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া, জুমার নামাজের পর দেশের সব মসজিদে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি। এ ছাড়া গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বর্বরোচিত এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ