শার্শায় কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন

আরো পড়ুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি উপজেলায় কমিউনিটি আই সেন্টার স্থাপন করা হচ্ছে। এতে করে দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই চক্ষু চিকিৎসা সেবা পাবে।”

তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ সুস্থ ও সুন্দর জীবনযাপন করুক। সেজন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।”

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারে চোখের পরীক্ষা, চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এতে করে উপজেলার প্রায় ১০ লাখ মানুষ চক্ষু চিকিৎসা সেবা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ