যশোরে খুলনা বিভাগীয় কারাতে রেফারী প্রশিক্ষণ সেমিনারের সমাপনী ও সনদ পত্র বিতরন

আরো পড়ুন

যশোরে ১ম খুলনা বিভাগীয় কারাতে রেফারী প্রশিক্ষণ সেমিনার-২০২৩ এর সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকালে যশোর জিমনেশিয়ামে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক তুলু-উশ শামস,
নির্বাহী সদস্য নুর মোহাম্মদ রকি, সাবেক নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী, যশোর জেলা পরিষদের সদস্য ও সাবেক জাতীয় কারাতে খেলোয়ার সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাংলাদেশ কারাতে ফেডারেশন কাউন্সিলর ও বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) কোচ মো: নূর হাসেন, অভয়নগর প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম মল্লিক, এ্যডভোকেট ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ কবীর হোসেন জনি, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের সভাপতি কামাল হোসেন হীরা, মোহন কারাতে একাডেমি প্রধান প্রশিক্ষক মাহাবুবুর রহমান মোহন, কারাতে প্রশিক্ষক রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও কারাতে পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোস্তাক, সঞ্চালনায় ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থা কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রশিক্ষন সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এছাড়া সনদপত্র বিতরণের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ