বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত মহিষ আমদানি

আরো পড়ুন

বেনাপোল স্থলবন্দর দিয়ে এসেছে শুল্কমুক্ত ১০৪টি মহিষ।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের হরিয়ানা থেকে ৭ ট্রাকে করে মহিষগুলো বন্দরে পৌঁছায়।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটের মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৪৮টি গাভি ও ৪৮টি বাছুর এবং আটটি ষাঁড় (প্রজনন) আমদানির দরপত্র দেওয়া হয়।

জেনটেক ইন্টারন্যাশনাল মহিষগুলো ভারত থেকে আমদানি করে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্টের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান মহিষ আমদানির সত্যতা নিশ্চিত করেছেন। মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে।

পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ