যশোরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে যশোর নবকিশলয় স্কুল প্রাঙ্গনে এ মহড়ার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যশোর ফায়ার সার্ভিস ও নবকিশলয় স্কুলের শিক্ষার্থী এতে অংশ নেন।
মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের সময় কোনো ভবন থেকে মানুষ ও তাদের সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারনের করণীয় ফুটিয়ে তোলা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, নবকিশলয় স্কুলেরে অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন।
প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে প্রতিবছর কোনো না কোনো দুর্যোগ মোকাবিলা করতে হয়। তবে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস কিছুদিন আগে দেওয়া সম্ভব হলেও অগ্নিকাণ্ডের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ব্যাপক আকারে সর্বসাধারণের সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান। তাদের জীবন রক্ষায় সরকার সবরকম কাজ করছে ও করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল এখন।

