জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের কর্মসূচি

আরো পড়ুন

আগামী ১২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা জাতীয় শ্রমিক লীগ এদিন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এদিন সকাল ১০টায় শহরের বকুল তলাস্থ বঙ্গবন্ধু ম্যাুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৪টায় মনিহার চত্বরে বেলুন ও কবুতর উড়ানোর পর জেলা শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।

গতকাল শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিক লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আজিজুল আলম মিন্টু, শেখ আলাউদ্দিন, আকরাম হোসেন, বাবুলল করিম বাবলু, সালাউদ্দিন মোর্তুজা, হোসেন আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাহনুর হোসেন, জামাল হোসেন লাবু, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর মো. কুটি, মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. লিটন, টিপু সুলতান, নীজামউদ্দীন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লিটু, মফিজুর রহমান খান, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ