যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের জমি মাপা নিয়ে কথা কাটাকাটির জেরে একই পরিবারের তিনজনকে মারপিটে জখমের ঘটনার তিনমাস পর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ওই গ্রামের মনিরুজ্জামান ডাবলুর স্ত্রী সাবিনা বেগম ৭ জনের নাম উল্লেখ করে এজাহার দিলে পুলিশ শনিবার (৯ সেপ্টেম্বর) তা রেকর্ড করে।
আসামিরা হলো, ওই গ্রামের মৃত ইকবালের ছেলে রাসেল (২৮), রাসেলের মা আফরোজা বেগম (৪৬), শাহ আলম (৪২), তার স্ত্রী রুমা খাতুন (৪০) ও তার ছেলে শাহজালাল (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে রহিজুল ইসলাম (৫০) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গেরপোতা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মাছুমা খাতুন (৩৬)।
এজাহারে সাবিনা উল্লেখ করেছেন, জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২ জুন জমি মাপামাপির কাজ চলছিলে। সে সময় আসামিরা অহেতুক তর্ক জুড়ে দেয়। পরে তারা তার ছেলে লিমন ওরফে লিখনকে লক্ষ্য করে একটি শাবল দিয়ে মাথায় আঘাত করতে যায়। লিখন মাথা সরিয়ে নিলে তার কাঁধে লাগে। মাটি পড়ে গেলে আসামিরা তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তার স্বামী ডাবলু ও তিনি ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। সে সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ছেড়ে দেয় এবং আরো দেখে নেয়ার হুমকি দেয়। পরে ভ্যানযোগে আহতদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে মামলা করেন।
এর আগেও ২৯ মে তার আত্মীয় শহিদুল ইসলাম ও তার ছেলে সাব্বিরকে মারপিটে জখম করে। একেরপর এক হুমকি দেয়ার ঘটনায় তারা ভীত সন্ত্রস্থ।

