সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকার দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান করছেন যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি সন্তোষ কুমার দত্ত-এর নেতৃত্বে যশোর শহরস্থ চিত্রার মোড়ে ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি (৪০-৫০)অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত গণঅনশন কর্মসূচিতে উপস্থিত আছেন যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল, সহ সভাপতি জোগেশ পাল, গনসংযোগ বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার নন্দি, যুগ্ম সাধারণ সম্পাদক কামিনর রঞ্জন সহা, যশোর সদর উপজেলা শাখার সভাপতি ও জেলার সংগঠনিক সম্পাদক তমির ঘোষ জয়, সাধারণ সম্পাদক এ্যাড. কিশোর কুমার সহা, সদস্য প্রদীপ সিংহ, সুকান্ত সরকার, সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবিগুলো হলোঃ-
(ক) সংখ্যা লঘু সুরক্ষা আইন প্রণয়ন।
(খ) বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
(গ) দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।
(ঘ) জাতীয় সংখ্যা লঘু কমিশন গঠন।
(ঙ) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন।
(চ) পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন।
(ছ) সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

