যশোরের কেশবপুরের ভান্ডারখোলায় বিদ্যুৎস্পৃষ্টে রাশিদা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) মারা যান তিনি।
রাশিদা বেগম ওই এলাকার এলাহী বক্সের স্ত্রী।
জানা গেছে, উপজেলার ভান্ডারখেলা গ্রামের এলাহী বক্সের স্ত্রী বিদ্যুৎস্পৃষ্টে রাশিদা বেগম প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিলো হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হোন। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

