জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী স্মরণে যশোরের নওয়াপাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বড় বালিয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাসুদুল হাসান ও শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহামুদুর রহমান মৃদুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির।
এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন হিরা, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হক রিপন, প্রচার সম্পাদক এম এইচ সোহাগ, সদর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুর রহিম, থানা যুবলীগের সদস্য মোমিনুর রহমান মোমিন, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন, ইছালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি গৌতম কর্মকার, নওয়াপাড়া ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক রবিন অধিকারী, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ আহমেদ রিয়াজ ও ফয়জুল প্রমুখ।

