মির্জা ফখরুলের পর সিঙ্গাপুর গেলেন আব্বাস

আরো পড়ুন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।

বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার (২৬ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে বিমানের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-BG584) ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

এর আগে চিকিৎসার সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পরিবারসহ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।

মির্জা ফখরুল জানান, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেয়া ছিলো। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। দেশবাসী এবং দলীয় নেতাকর্মীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ