২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আরো পড়ুন

যশোর শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যাগে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুল রহমান ডাবলুর সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহামুদুল হাসান সুমন এবং যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সমীর কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীর, সদস্য প্রদীপ দাস, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, কুচয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান।

প্রধান অতিথি বলেন, ২১ আগস্টের হামলায় জড়িত ছিল বিএনপি। এদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তাই আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং তাদের দল-বিএনপির বিচার করতে হবে। ২০০৪ সালের ২১ আগস্ট। দিনটি ছিল শনিবার। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের সমাগম ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চতুর্দিকে। সমাবেশ শেষে একটি সন্ত্রাসবিরোধী মিছিল হওয়ার কথা। তাই মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জে চেপে বিকেল ৫টার একটু আগে সমাবেশস্থলে পৌঁছান শেখ হাসিনা। সমাবেশে অন্য কেন্দ্রীয় নেতাদের বক্তৃতার পর শেখ হাসিনা বক্তব্য দিতে শুরু করেন। সময় তখন বিকেল ৫টা ২২ মিনিট। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেখ হাসিনার বক্তৃতা শেষের মুহূর্তেই শুরু হয় নারকীয় ভয়াবহ গ্রেনেড হামলা। বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে একের পর এক যুদ্ধে ব্যবহৃত আর্জেস গ্রেনেড। আর প্রাণবন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে।’

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এমএইচ সোহাগ, নেতা জুয়েল খান, নেতা এসএম রয়েল, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মামুনুর রশীদ, রামনগর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবলু, নেতা রমজান গাজী, নেতা ইনায়েতুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ