বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (২১ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ।
এছাড়া বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করবে দলটি। এতে বিএনপির সিনিয়র নেতারাসহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করবেন। আলোচনা সভার তারিখ ও স্থান পরে জানানো হবে। দলের প্রতিষ্ঠাকা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির সময়, স্থান ও তারিখও পরে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

