যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠু বলেছেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে দেশ পুনর্গঠনে নেমেছিলেন। তার স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার । কিন্তু পঁচাত্তরের খুনিদের কারণে তাঁর স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে আমাদের রক্তঋণে আবদ্ধ করে গেছেন। এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে তার রক্তের ঋণ শোধ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাঁর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে আমাদের।’
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকি মিলন, প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু। আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান বাসিত ও ফেরদৌস বাবু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, মহিলা ইউপি সদস্য শাহানাজ খাতুন, নেতা রফি উদ্দিন, রিজাউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন, ২নং ওয়াড স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন, আলমগীর হোসেন, সবুজ হোসেন, হুমায়ন হোসেন, রবিউল ইসলাম, জিহাদ হোসেন, হৃদয় হোসেন, সজীব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইছালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান ও মিথুন হোসেন।

