বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আরো পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর যে সমস্ত খুনিরা দেশের বাহিরে আছে কূটনৈতিকভাবে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। আরো জোরালোভাবে তৎপরতা কূটনৈতিকভাবে অব্যাহত রয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম।

আজ কালিয়াকৈর উপজেলার ২৬৫টি গ্রামে একযোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ