মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানে আটক ৮

আরো পড়ুন

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরই মধ্যে বাড়িটি থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয় বলে জানান কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।

শনিবার (১২ আগস্ট) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনাস্থল থেকে জানান, অভিযানে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। বিস্তারিত প্রেস কনফারেন্সে জানানো হবে।

তিনি জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিমের পাশাপাশি মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও রয়েছে ঘটনাস্থলে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। সকালে প্রশাসন এ বিষয়ে ব্রিফিং করবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দা ইয়াকূব আলী জানান, প্রায় এক মাস আগে ওই টিলায় অপরিচিত প্রায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ