ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের কমিটি বিলুপ্ত

আরো পড়ুন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নতুন এই দুই কমিটির অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি দেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে শরীফ উদ্দিন জুয়েলকে আহবায়ক ও সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটির যুগ্ম আহবায়ক পদে আছেন ৩ জন। তারা হলেন মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু।

ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটিতে খন্দকার এনামুল হক এনামকে আহবায়ক ও রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে ৩ জনকে। তারা হলেন- এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেন।

এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলামকে (শ্রাবণ) সরিয়ে দেয়া হয়। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ