পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর ডুবুরির মরদেহ উদ্ধার

আরো পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় জিও ব্যাগ ফেলার কাজ তদারকির সময় নিখোঁজ এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ২৭ ঘণ্টা পর বুধবার ঘটনাস্থল থেকে নদীর প্রায় ৭ কিলোমিটার দূরে মরদেহটি ভেসে উঠে বলে হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান।

নিহত আমান

নিহত ২৫ বছর বয়সি আমান উল্লাহ খুলনার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।

ওসি সুমন কুমার বলেন, উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মার পাড় রক্ষার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি। আমান ওই প্রতিষ্ঠানের ডুবুরি দলের সদস্য ও প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

নিয়মানুযায়ী নদীতে জিও ব্যাগ ফেলা হয়েছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে নিয়ে পানিতে নামেন আমান। প্রায় ১৫ মিনিট পর আমান ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান পানিতে তলিয়ে যান।

বুধবার বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে নদীর প্রায় সাত কিলোমিটার দূরে ভাটি এলাকায় মরদেহটি ভেসে উঠে বলে জানান ওসি সুমন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ