মাদক ব্যবসায়ীকে আটকের সময় বিজিবি-স্থানীয়দের সংঘর্ষ, রোহিঙ্গা নিহত

আরো পড়ুন

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিকে আটকের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষে পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিক (৫১) লেদা ক্যাম্পের এ-ব্লকের সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান ও হাফেজ মুজিবুর রহমান। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা লেদার ফরেস্ট বিট এলাকা থেকে মো. জাফর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে ওই মাদক ব্যবসায়ীকে কেড়ে নিতে চায়। পরে বিজিবি সদস্যরা সেই স্থান থেকে আটক ব্যক্তিকে নিয়ে লেদা ভিওপির দিকে নিয়ে আসলে লেদা বাজার এলাকায় আবারও স্থানীয়রা জড়ো হয়ে বিজিবির উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিজিবির এক সদস্য আহত হন। স্থানীয়দের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। লোকজন গুলিবিদ্ধ হওয়ার খবর আমি শুনেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয়রা জানান, দুপুরে মাদক ব্যবসায়ী জাফরকে আটক করে বিজিবি। এ সময় তাকে নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ইট-পাটকেল ছোড়ে। এসময় বিজিবি পাল্টা গুলি চালায়। এতে পথচারী এক রোহিঙ্গাসহ ছয় জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে লেদা রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গুলিবিদ্ধ রোহিঙ্গাকে মৃত বলে জানান। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘লেদায় স্থানীয়দের সঙ্গে বিজিবির সংঘর্ষে আমার ক্যাম্পের একজন বাসিন্দা মারা গেছেন। তিনি ওই সময় সেদিক দিয়ে যাচ্ছিলেন।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘বিজিবির একটা অভিযানে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন মারা যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা বলেন, ‘একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সঙ্গে বিজিবির সঙ্গে পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ